সীতাকুণ্ডে চুরি-ডাকাতি প্রতিরোধে জনসচেতনতা সভা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৯, ১৮:১৮
অ- অ+

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’-এ স্লোগানকে ধারণ করে সীতাকুণ্ড মডেল থানা আয়োজিত চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলার ১নং নুনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- সীতাকুণ্ড সার্কেল অফিসার শম্পা রানী সাহা।

শম্পা রানী সাহা বলেন, চুরি-ডাকাতি রোধ ও অপরাধ দমনে পুলিশ সতর্ক রয়েছে। কোন অপরাধী ছাড় পাবে না। যারাই জুয়া-মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছেন, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। শীত মৌসুমে এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। তাই পুলিশের পাশাপাশি জনসাধারণকে রাতে নিজ নিজ এলাকায় স্বেচ্ছাশ্রমে গ্রুপভিত্তিক পাহারার ব্যবস্থা করা জরুরি। চুরি-ডাকাতি প্রতিরোধে সকলের সহযোগিতা প্রয়োজন। সকল প্রকার অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।

এ সময় মডেল থানার এসআই হারুনুর রশিদের সঞ্চলনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ১নং ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, পৌর কমিশনার আনোয়ার হোসেন ভূইয়া, মাইমুদ্দিন মামুন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সাধারণ নাছির উদ্দিন অনিক, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবাইদুল্লাহ, বার আউলিয়া হাইওয়ে থানার এসআই কাউসার, সীতাকুণ্ড মডেল থানা পুলিশের বিভিন্ন কর্তাব্যক্তি, পন্থিছিলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক একরামুল হক ভূঁইয়াসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ও কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক-লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক
বিমান দুর্ঘটনার ধাক্কা সামলে মাইলস্টোনে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই
সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাইলস্টোন ট্রাজেডি: ঢাকায় পৌঁছাল ভারতের চিকিৎসক দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা