তৃতীয় দিনে তৃতীয় সোনা জিতলেন সেই হুমায়রা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৩:২৩ | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৩:১৪

দক্ষিণ এশিয়া অঞ্চলের ‘অলিম্পিক’ খ্যাত সাউথ এশিয়ান গেমসের (এসএ) তৃতীয় দিনে চতুর্থ স্বর্ণ আসল আসরের প্রথম বাংলাদেশি পদক জয়ী হুমায়রা আক্তার অন্তরার হাত ধরে। এর আগে মেয়েদের একক কারাতে থেকে ব্রোঞ্জ জেতার মাধ্যমে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন এই অ্যাথলেট।

নেপালের কাঠমান্ডু ও পোখারায় চলমান এসএ গেমসে কারাতে ৬১ কেজি কুমি নারী এককে স্বর্ণপদক জিতলেন হুমায়রা।

তৃতীয় দিনে হুমায়রার স্বর্ণ জয়ে চলতি এসএ গেমসে বাংলাদেশের স্বর্ণ পদকের সংখ্যা দাঁড়ালো ৪-এ। এ স্বর্ণ জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ গতবারের সাফল্য ছুঁয়ে ফেললো। ২০১৬ সালে ভারতের গুয়াহাটি ও শিলংয়ে বাংলাদেশ চারটি স্বর্ণ জিতেছিল।

এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) আসরের তৃতীয় দিনে ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে দিনের দ্বিতীয় স্বর্ণ পদক এনে দিয়েছেন মারজানা আক্তার পিয়া। সেমিফাইনালে তিনি নেপালের মানিশ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠেন।

তার আগে একইদিন বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্বর্ণপদক জেতেন কুমিল্লার ছেলে আল আমিন। তিনি পাকিস্তানের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণ জয় নিশ্চিত করেন। ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেন আল আমিন ইসলাম। সেমিফাইনালে নেপালের প্রতিযোগীকে ৭-৪ ব্যবধানে হারান তিনি।

আজ আল আমিন কারাতে ডিসিপ্লিনে স্বর্ণ জিতলেও, গেমসের দ্বিতীয় দিনে কারাতের দুটি ইভেন্টে স্বর্ণের লড়াইয়ে হেরে যান বাংলাদেশের কারাতেকারা। যার ফলে বাংলাদেশ পায় দুটি রৌপ্য। পুরুষ একক কুমি অনূর্ধ্ব-৫৫ কেজিতে মোস্তাফা কামাল ও মেয়েদের একক কুমি অনূর্ধ্ব-৫৫ কেজিতে মাউনজেরা বর্ণা রৌপ্যপদক জেতেন।

গত সোমবার (২ ডিসেম্বর) তায়কোয়ান্দোর পুরুষ ইভেন্টে বাংলাদেশকে এবারের আসরে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছিলেন দীপু চাকমা।

উল্লেখ্য, এবারের আসরে ২৬টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/০৩ ডিসেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :