দশ ইভেন্টের ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৯, ২১:৪১| আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২১:৪৭
অ- অ+

নেপালে চলমান ত্রয়োদশ এসএ গেমসের আর্চারি ডিসিপ্লিনের ১০টি ইভেন্টের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। পুরুষদের রিকার্ভ এককের সেমিফাইনালে বাংলাদেশের কৃতি আর্চার রোমান সানা ৬-২ সেট পয়েন্টে স্বদেশি মোহাম্মদ তামিমুল ইসলামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন। ফাইনালে তিনি ভুটানের শারিং কিনলের মোকাবেলা করবেন।

নারীদের রিকার্ভ এককের সেমিফাইনালে মোসাম্মৎ ইতি খাতুন ৬-০ সেট পয়েন্টে ভুটানের কর্মকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন। ফাইনালে তিনি ভুটানের সোনাম দিমার মোকাবেলা করবেন।

পুরুষ কম্পাউন্ড এককের সেমি-ফাইনালে মোঃ সোহেল রানা ১৪৫-১৪৪ স্কোরের ব্যবধানে নিজ দেশের অসীম কুমার দাসকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছেন। ফাইনালে তিনি ভুটানের তানদিন দোর্জির মোকাবেলা করবেন।

নারী এককের সেমিফাইনালে বাংলাদেশের সুমা বিশ্বাস ১৪১-১৩৭ স্কোরের ব্যবধানে শ্রীলংকার দামায়ান্থি থাকসিলাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন। ফাইনালে তিনি শ্রীলংকার করুনারত্নে অনুরাধাকে মোকাবেলা করবেন।

পুরুষদের দলগত রিকার্ভের সেমি-ফাইনালে বাংলাদেশ (মোঃ রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল) ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে নেপালকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে। নারীদের দলগত সেমিফাইনালে বাংলাদেশ (মোসাম্মৎ ইতি খাতুন মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায়) ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে নেপালকে পরাজিত করে ফাইনালে স্থান করে নিয়েছে।

রিকার্ভ মিশ্র দলগত সেমি-ফাইনালে বাংলাদেশ (মোঃ রোমান সানা ও মোসাম্মৎ ইতি খাতুন) ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে। এদিন কম্পাউন্ড পুরুষ দলগত সেমি-ফাইনালে বাংলাদেশ (মোঃ সোহেল রানা, অসীম কুমার দাস ও মোহাম্মদ আশিকুজ্জামান) ২২৪-২১৫ স্কোরের ব্যবধানে নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

(ঢাকাটাইমস/৭ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ – গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা