প্রথমবারের মতো ঢাবিতে বইমেলা

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:২৭
অ- অ+

ডাকসুর উদ্যোগে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাকিম চত্বরে শুরু হচ্ছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা’। আগামী ১০ ডিসেম্বর বৃহস্পতিবার শুরু হয়ে এই মেলা চলবে ১৬ ডিসেম্বর সোমবার পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মেলা চলবে।

রবিবার দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজনের মূল উদ্যোক্তা ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন। এসময় ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ ইবনে আলী এবং ডাকসুর সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে শয়ন জানান, এবারের বইমেলায় ৮০টির অধিক প্রকাশনী থাকবে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক কবি জাফর ওয়াজেদ।

এসময় ডাকসুর সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য বইমেলায় আসতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/এমআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা