বাহরাইনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করবে ‘বাংলাদেশ সমাজ’

বাহরাইন প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৯, ২৩:২৯

বাহরাইনে বাংলাদেশ সমাজের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ সমাজের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমাজের ভারপ্রাপ্ত সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

সংবাদ সম্মেলনে সমাজের আগামী দিনের কর্ম পরিকল্পনা তুলে ধরা হয়। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালনের মহাপরিকল্পনা হাতে নেয়া হয়েছে। অদক্ষ শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতে সহযোগিতাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিপথগামী কিছুসংখ্যক মানুষের অপরাধ প্রবনতা থেকে মুক্তির জন্যে দূতাবাসের সহযোগিতায় কাজ করে যাবে। প্রয়োজনে বিভিন্ন ক্যাম্পে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হবে। এছাড়া নতুন সদস্য সংগ্রহ করে আগামী বছরের মধ্যে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি উপহার দেয়া হবে।

এ সময় উপস্থিত প্রবাসী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়।

প্রশ্ন উত্তর পর্বের এক পর্যায়ে বাংলাদেশ সমাজের মুখপাত্র মিসবাহ আহমদ বলেন, যারা বাংলাদেশ, বঙ্গবন্ধু ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী তাদের জন্যে বাংলাদেশ সমজের দরজা সব সময় উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজের সহ-সভাপতি মঞ্জুর আহমদ, সাধারণ সম্পাদক এমএ হাশেম, আজীবন সদস্য মোহাম্মদ শাহজাহান সওদাগর, আকতার হোসেন কাঁচা মিয়া, অভিনাশ পাল, দুলাল দাস, আব্দুস ছাত্তার, সোহেল মিয়া। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সমাজের

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :