মেয়ের বাবা হলেন কপিল

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৯, ০৮:২৮
অ- অ+

বাবা হয়েছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ও বলিউড অভিনেতা কপিল শর্মা। মঙ্গলবার তার স্ত্রী গিনি চথরথ ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার সকালেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানান কপিল নিজেই। সেই সঙ্গে মেয়ের জন্য সকলের আর্শীবাদও চেয়েছেন।

গত বছরের ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়েন কপিল-গিনি। এরপর জুলাইতে জানা যায় নতুন অতিথি আসতে চলেছে শর্মা পরিবারে। সেই খবরও কপিল খুব সুন্দর একটি পোস্টের মাধ্যমে জানান।

এই কমেডিয়ান আরও জানান, তাদের থেকেও বেশি খুশি তার মা। কারণ এতদিন তাদের বাড়িতে কোনো মেয়ে ছিল না। ছেলে নাকি মেয়ে- কে আসতে চলেছে এটা নিয়েও তাদের মধ্যে জল্পনা ছিল প্রচুর। তাই আগে থেকে কোনো কেনাকাটা করতে পারেননি। এবার কেনাকাটা তো করবেনই, সেই সঙ্গে মেয়ের জন্য আলাদা করে ঘরও সাজাবেন।

আপাতত মেয়ে আর মায়ের সুস্বাস্থ্য কামনা করছেন কপিল ও তার পরিবার। মেয়ে হওয়ার খুশিতে কিছুদিন শ্যুটিং থেকে বিরতি নিচ্ছেন জনপ্রিয় এই কমেডিয়ান। কয়েকটা দিন মেয়ে এবং স্ত্রীর সঙ্গে কাটাতে চান। তাই ‘দ্য কপিল শর্মা’ শোয়ের বেশ কিছু এপিসোড তিনি আগেই শ্যুটিং করে রেখেছেন।

ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইকেলে ঘাস, ভেতরে মিলল ৫১ হাজার মার্কিন ডলার
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সমন্বিত সাইবার হামলা
দেশব্যাপী প্রতিভা খোঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি: আমিনুল হক 
বনানীতে সিসা লাউঞ্জে যুবক হত্যার প্রধান দুই আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা