চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানীসহ সৃজনশীলদের নাগরিকত্ব দেবে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৭:০০
অ- অ+

বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসা, বিজ্ঞান, সাংস্কৃতিক, ক্রীড়া, শরিয়াহ, প্রযুক্তি খাতে প্রথিতযশা মানুষদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, ওই সব ক্ষেত্রে মেধাবীদের নাগরিকত্ব দিতে নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ। উৎপাদনশীল ও নাগরিকদের উন্নয়নে যেন তারা অবদান রাখতে পারে এ উদ্দেশ্যেই বিভিন্ন দেশের মেধাবীদের লোভনীয় প্রস্তাব দিয়েছে দেশটি।

বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি সৌদি আরবের বাস্তুচ্যুত উপজাতি, সৌদি নারীদের সন্তান এবং সৌদি আরবে জন্ম নেয়া মেধাবী ও সৃজনশীল ব্যক্তিদের নাগরিকত্ব দিতে নির্দেশ দিয়েছেন বাদশাহ।

মাস দুয়েক আগে ইস্যু করা রাজকীয় নির্দেশ অনুসারে বিশিষ্ট পণ্ডিত, বুদ্ধিজীবী, সৃজনশীল ও বিশেষজ্ঞ ব্যক্তিদের সৌদি আরবে নিয়ে আসতে এমন পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের সৌদি আরবে নিয়ে আসতে রূপকল্প ২০৩০-এ একটি আকর্ষণীয় পরিবেশ তৈরির কথা বলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা