কিশোরগঞ্জে খাস জমি পেলেন দুঃস্থ মুক্তিযোদ্ধারা

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৯, ২০:২৫
অ- অ+

কিশোরগঞ্জে মহান বিজয়ের মাসে দুঃস্থ মুক্তিযোদ্ধা ও ভূমিহীনদের মাঝে সরকারি খাস জমির দলিল হস্তান্তর করেছে সদর উপজেলা ভূমি অফিস। রবিবার জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের কাশোরাচর গ্রামে আনুষ্ঠানিকভাবে এসব দলিল বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আক্তার।

যারা ভূমিপ্রাপ্তরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা ভূপাল চন্দ্র নন্দী। তাদের সাড়ে ১০ শতাংশ করে জমি দেয়া হয়েছে। তাছাড়া ভূমিহীন এরশাদকে ২৫ শতাংশ, অনুফা খাতুনকে ২১ শতাংশ এবং বাদশা মিয়াকে ২০ শতাংশ জমির দলিল দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, মহিনন্দ ইউপি চেয়ারম্যান মনসুর আলী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আতাউর রহমান, কিশোরগঞ্জ মডেল থানার এসআই নূরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে বুঝিয়ে দিল সরকার: ইশরাক 
জাপান স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
মানুষের ভাষা বুঝে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন: ফারুক
বাংলাদেশে তৈরি সমুদ্রগামী জাহাজ নিতে চায় আলজেরিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা