ক্রিকেটে দশ বছরের বিস্ময় বালক!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:৪৫
অ- অ+

মাত্র দশ বছর বয়স তাঁর। কিন্তু ক্রিকেট ছাড়া কিছুতেই যেন তাঁর মন নেই। ক্রিকেট ম্যাচ দেখে যেন প্রতিটা বোলারের বোলিং অ্যাকশন আত্মস্থ করেছে সে। জসপ্রিত বুমরা, কুলদীপ যাদব, শাহিদ আফ্রিদি, রশিদ খান- সবার বোলিং অ্যাকশন নকল করাটা যেন তাঁর কাছে পানিভাত। আর সেই সব নকল বোলিং অ্যাকশন দেখার মতো। শুধু তাই নয়, বিশ্বের প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যাটিং স্টাইল নকল করতে পারদর্শী সে। ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে বিরাট কোহলি, সবাইকে নকল করে দেখাতে পারে ১০ বছরের এই খুদে।

ইন্টারনেট-এর যুগে প্রতিভা তুলে ধরার মঞ্চের অভাব নেই। প্রতিভা থাকলে আজকাল সেটা দুনিয়ার সামনে তুলে ধরার পথ রয়েছে। আর ফেসবুক-এর মতো মঞ্চ থাকলে তো কথাই নেই। মহম্মদ সুহান নামের এক ক্রিকেটার সেটাই করলেন। ১০ বছরের ছেলে রাহুলের প্রতিভা তিনি তুলে দিলেন ফেসবুকে। রাহুলের বাড়ি বাংলাদেশের সিলেটে। স্থানীয় এক মাঠে এদিন রাহুলকে দেখার জন্য ভিড় জমে গিয়েছিল। একের পর এক বোলারের বোলিং অ্যাকশন নকল করে দেখাচ্ছিল রাহুল। সব থেকে বড় কথা, ডানও বাঁ, দুই হাতেই বোলিং করেত পারে সে। যেমন পেস বোলিং তেমনই দক্ষতা স্পিনের ক্ষেত্রেও। রাহুলের এমন বিরল প্রতিভা দেখে আশেপাশে দাঁড়িয়ে থাকা দর্শকরা বিস্ময়ে অবাক হচ্ছিলেন।

(ঢাকাটাইমস/৩০ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঐকমত‍্য কমিশনের কাজের অগ্রগতি এখনো অস্পষ্ট: এবি পার্টি 
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের কম্পোনেন্ট করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা