ছাত্রলীগের পুনর্মিলনীতে সুলতান মনসুর

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২০, ১৬:১৮| আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৬:২২
অ- অ+

বাংলাদেশ ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি সুলতান মুহাম্মদ মনসুর।

শনিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন তিনি।

সুলতান মনসুরকে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

এছাড়াও মঞ্চে আছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম।

সুলতান মনসুর আহমেদ ১৯৮৬-১৯৮৮ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন। এক-এগারোর সময় বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দল থেকে বাদ পড়েন। এরপর তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের বিরোধিতা করে বক্তব্য দেন।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থনে মৌলভীবাজার -২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

ঢাকাটাইমস/৪জানুয়ারি/টিএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১৬৪ জন
মাইলস্টোনের আকাশে খসে পড়া তারাগুলো
ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে শেখ হাসিনা: নাহিদ ইসলাম
মাইলস্টোনের শিক্ষিকা মাশুকা বেগমের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা