ছাত্রলীগের পুনর্মিলনীতে সুলতান মনসুর

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২০, ১৬:১৮| আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৬:২২
অ- অ+

বাংলাদেশ ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি সুলতান মুহাম্মদ মনসুর।

শনিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন তিনি।

সুলতান মনসুরকে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

এছাড়াও মঞ্চে আছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম।

সুলতান মনসুর আহমেদ ১৯৮৬-১৯৮৮ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন। এক-এগারোর সময় বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দল থেকে বাদ পড়েন। এরপর তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের বিরোধিতা করে বক্তব্য দেন।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থনে মৌলভীবাজার -২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

ঢাকাটাইমস/৪জানুয়ারি/টিএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিত্রনায়ক জসীমপুত্র রাতুলের অকালমৃত্যু
উত্তরায় বিমান দুর্ঘটনা: বিদেশি চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
ইসির ৭১ কর্মকর্তাকে বদলি
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার চারজনকে সাতদিনের রিমান্ডে পেল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা