শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন বিজিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২০, ২০:১৬

বর্ডার গার্ড বাংলাদেশে'র (বিজিবি) শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেছেন বাহিনী প্রধান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

মঙ্গলবার ফরিদপুরের মধুখালীতে বিজিবি সদস্যদের প্রশিক্ষণ তৎপরতা পরিদর্শন করেন তিনি।

আধাসামরিক বাহিনী হিসেবে এবারই প্রথম বিজিবি'র প্রায় পাঁচটি ব্যাটালিয়ন সেনাবাহিনীর সঙ্গে শীতকালীন প্রশিক্ষণে অংশ নিয়েছে।

বিজিবির মুখপাত্র মো. শরিফুল ইসলাম ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'জরুরি অবস্থায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিজিবি তার দায়িত্ব পালন করবে। এ কারণে বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে।'

প্রশিক্ষণ পরিদর্শন শেষে বিজিবি প্রধান জিওসি ৫৫-পদাতিক ডিভিশন, যশোর এরিয়া কমান্ডার এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :