পিলখানা হত্যাকাণ্ড

সাজাপ্রাপ্তদের খালাস চেয়ে আপিল করা হবে: আসামিপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২০, ১৪:৫০| আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৪:৫৫
অ- অ+

বহুল আলোচিত পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলায় হাইকোর্টেও যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের খালাস চেয়ে আপিল করা হবে বলে জানিয়েছেন আইনজীবী আমিনুল ইসলাম।

বুধবার ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার রায় প্রকাশের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এমন কথা বলেন তিনি।

আমিনুল ইসলাম বলেন, ‘আজকে রায়টা সই করে পূর্ণাঙ্গভাবে প্রচার করা হয়েছে। ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার রায়। রায়ের সার্টিফাইট কপি তুলে আমরা দেখব। পর্যালোচনা করব। এরপর আপিল করব। আপিলে ন্যায়বিচার পাব।’

এই আইনজীবীর মতে, পৃথিবীতে এত বড় ফৌজদারি মামলার রায় হয়নি। তাই ৩০ দিনের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করতে সমস্যা হবে জানান তিনি।

আমিনুল ইসলাম বলেন, প্রয়োজনে আমরা প্রধান বিচারপতির সঙ্গে বসে এ ব্যাপারে কথা বলবো। যাতে করে উনি আমাদের আপিলের মেয়াদ বৃদ্ধি করে দেন।

এর আগে সকালে আলোচিত বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত এ ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার রায় প্রকাশিত হয়।

এ ঘটনায় ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জন বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন বিচারিক আদালত। ওই রায়ের ডেথ রেফারেন্স এবং আপিলের ওপর হাইকোর্ট ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর রায় ঘোষণা করেন।

ঢাকাটাইমস/৮ জানুয়ারি/এআইএম/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর
এবার হাসনাতের অতীত টেনে রুমিন ফারহানার পাল্টা জবাব, বললেন...
নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নিন্দা
মুরাদনগরে দানিক সমবায় সমিতিকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা