গায়ে আগুন দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২০, ২১:২১
অ- অ+

যশোরের চৌগাছায় জেসমিন খাতুন নামে এক কলেজছাত্রী গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মঙ্গলবার বিকালে নিজ বাড়িতে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে, পরে যশোর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

জেসমিন উপজেলার পাশাপোল আমজামতলা মডেল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং উজিরপুর গ্রামের হাসান আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ছয় মাস আগে একই গ্রামের মোহম্মদ আলীর ছেলে তিন সন্তানের জনক আবুল কাশেমের সঙ্গে জেসমিন খাতুন পালিয়ে বিয়ে করে। দুই মাস আগে মেয়েটি বাড়ি চলে এলে তার ইচ্ছায় গ্রাম্য শালিসের মাধ্যমে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয়। কয়েকদিন আগে মেয়েটি আবারো কাশেমের কাছে চলে যেতে চায়। এতে তার বাবা বাধা দেন এবং কাশেমের কাছে না যাওয়ার জন্য চাপ দেন। এতে ক্ষিপ্ত হয়ে জেসমিন দুপুরে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক কাজল মল্লিক বলেন, রোগীটির ৮০ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা খুবই খারাপ।

স্থানীয় ইউপি সদস্য মিঠু এই ঘটনা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেপ্তার
স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: ডা. রফিকুল ইসলাম
চরমোনাই পীরকে নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে হুমকি!
৮৫ দিন পর সীমান্তে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা