মাতৃত্ব একজন মাকে শক্তি জোগায়: সানিয়া মির্জা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২০, ১৪:৫১| আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৫:৩৫
অ- অ+

মাতৃত্বের মাধ্যমে একজন মা তার পরিপূর্ণ শক্তির রুপ ফিরে পায় বলে মন্তব্য করেছেন ভারতের টেনিস তারকা, পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক এর সহধর্মিণী সানিয়া মির্জা।

অন্তঃসত্ত্বা ও ছেলের জন্মের কারণে প্রায় দুই বছর টেনিস কোর্টের বাইরে ছিলেন সানিয়া মির্জা। ফিরেই সফলতা পেলেন ভারতীয় তারকা। হোবার্ট ইন্টারন্যাশনাল ডাবলসের শিরোপা জিতেছেন শোয়েবপত্নী। স্বভাবতই প্রশংসার জোয়ারে ভাসছেন সানিয়া।

তাকে টুপিখোলা অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি যুবরাজ সিং এবং পাকিস্তানের তারকা পেসার হাসান আলি। টুইটারে যুবরাজ লিখেছেন, ‘অভিনন্দন সানিয়া। দুর্দান্ত কামব্যাক। মাতৃত্বের স্বাদ তোমাকে আরও শক্তিশালী করেছে। তোমার জন্য গর্বিত বন্ধু।’

প্রতিউত্তরে যুবিকে ধন্যবাদ দিতে ভোলেননি সানিয়া। তিনি বলেন, ‘ধন্যবাদ বন্ধু। মাতৃত্বের স্বাদ একজন মাকে সবকিছু সম্ভব করতে সত্যিকার অর্থেই শক্তি জোগায়।’

এদিকে ফিটনেস সমস্যার কারণে এখন পাকিস্তান জাতীয় দলের বাইরে আছেন হাসান। তিনিও সানিয়াকে বিজয়ী শুভেচ্ছা জানিয়েছেন। পাক পেসার নিজের টুইটারে লিখেন, ‘অভিনন্দন ভাবি। হাসানের টুইটবার্তায় জবাবে তাকে ধন্যবাদও দিয়েছেন হায়দরাবাদি আইকন।’

দীর্ঘদিনের প্রেম শেষে ২০১০ সালে সানিয়াকে বিয়ে করেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। এর পর ২০১৮ সালের অক্টোবরে তাদের ঘর আলোকিত করে আসে ফুটফুটে ছেলে ইজহান। স্বদেশী ক্রিকেটারের স্ত্রী হওয়ায় ভারতীয় টেনিসকন্যাকে ভাবি বলে সম্বোধন করেন অনেক পাকিস্তানি খেলোয়াড়।

(ঢাকাটাইমস/২২ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা