ওয়ারীতে গাড়িচাপায় স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২০, ১৫:২৫
অ- অ+

রাজধানীর ওয়ারীতে ওয়াসার গাড়ির চাপায় আবির নামে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়ারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর গাড়ির চালককে আটক ও গাড়িটিকে জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহত ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আবির কুমিল্লার বড়ুরা উপজেলার মো. হানিফ মিয়ার ছেলে। ওয়ারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আবির পরিবারের সঙ্গে ওয়ারীর ৫৩/৪ জয় কালিমন্দির এলাকায় থাকতো। তার বাবা নবাবপুরে মেশিনারি পার্টসের ব্যবসা করেন। দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল তৃতীয়।

নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম বলেন, আজ তার স্কুলে একটি অনুষ্ঠান ছিল। আবির সে অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে বলদা গার্ডেনের পাশে আসলে ওয়াসার একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা