ল্যান্স নায়েক হলেন রোমান সানা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২০, ১৯:৫৬
অ- অ+

আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ল্যান্স নায়েক পদে পদোন্নতি করা হয়েছে আর্চার মো. রোমান সানাকে। ১৩তম এশিয়ান গেমসে আনসারের ক্রীড়া দলের পদক জয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়।

মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে আনসারের সদর দপ্তরে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহাপরিচালক. মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় নেপালে অনুষ্ঠিত এশিয়ান গেমসে পদক জয়ী আনসার সদস্যদের প্রাইজমানিও দেয়া হয়।

এবারের এশিয়ান গেমসে ৮টি সোনা, ১৩টি রূপা ও ৪৭টি ব্রোঞ্জ পদক আদায় করে আনসার বাহিনীর ক্রীড়া দল।

গেল বছর নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে রোমান সানা ২০২০ সালের টোকিও অলিম্পিকে খেলার সুযোগ করে নিয়েছিলেন। বাংলাদেশের এই তারকা তীরন্দাজ সম্প্রতি বিশ্ব আর্চারি ফেডারেশন কর্তৃক ২০১৯ সালের জন্য বিশ্বসেরা আর্চার হিসেবে বছরের সেরা নির্বাচনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন।

কয়েকদিন আগেই বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদ ও দর্শকের ভোটে পপুলার চয়েজের পুরস্কার জিতেছেন রোমান সানা।

২০১৯ সালে দেশ-বিদেশের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে ১৪টি পদক নিজের করে নেন খুলনায় জন্ম নেয়া এই আর্চার।

(ঢাকাটাইমস/২৮ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, ৬৮.৪৫ শতাংশ পাস
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা