পুরান ঢাকায় ওড়নায় ফাঁস লেগে স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২০, ১৮:০৪
অ- অ+

পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগ এলাকায় ছাদ থেকে পড়ে ওড়নায় ফাঁস লেগে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম মোহনা আক্তার।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রেখেছে।

মৃত মোহনার ভাই সিয়াম হোসেন ঢাকাটাইমসকে জানান, বুধবার দুপুর ১২টার সময় ছাদ থেকে নামার সময় সিঁড়ির ফাঁকা দিয়ে পড়ে যায় মোহনা। এ সময় ওড়না তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর পৌনে দুইটার সময় মৃত ঘোষণা করেন।

মৃত মোহনা আক্তার মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার নুর হোসেনের মেয়ে। এক ভাই এক বোনের মধ্যে ছিল ছোট। মোহনা পুরান ঢাকার বশির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মোহনার মৃতদেহ ময়নতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

ঢাকাটাইমস/২৯ জানুয়ারি/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বন্দরের কার্যক্রম পরিদর্শনে নৌপ্রধান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির নির্দেশনা
ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেশে আসছে নতুন সুপারম্যান, সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা