বশেমুরবিপ্রবিতে ইতিহাস বিভাগ চালু রাখার দাবি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। দীর্ঘ তিন বছর অধ্যায়নের পরও বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন (ইউজিসি) ইতিহাস বিভাগের অনুমোদন না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারই প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে প্রধান ফটকের সামনে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) এক সভা হয়। সভায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগে কোন নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেয়া হয়। সেই সাথে বতর্মান ভর্তিকৃত (অধ্যায়নরত) শিক্ষার্থীদের অনুমোদন দিলেও ইতিহাস বিভাগের অনুমোদন দেয়া হয়নি। রাতে এ খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শীত উপেক্ষা করে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা রাত ১২টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।
পরে শুক্রবার সকাল ১০টা থেকে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলন চলাকালে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও সান্ধ্যকালীন মাস্টার্স এর একটি পরীক্ষা হয়নি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান বলেছেন, ইউজিসি আগামী শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগের শিক্ষার্থী ভর্তি না করার জন্য আমাদের বলেছে। বর্তমানে তিনটি শিক্ষাবর্ষের যে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যায়নরত, তাদের বিষয়টি অনুমোদন করেছেন। তবে, ইতিহাস বিভাগটি চালু রাখার ব্যাপারে তাদের অনীহা রয়েছে।
প্রসঙ্গত, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ইউজিসির অনুমোদন ছাড়াই বশেমুরবিপ্রবিতে যাত্রা শুরু করে ইতিহাস বিভাগ। বর্তমানে বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত।
(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন