চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র-গুলিসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩১
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের জমিনপুর এলাকা থেকে দুইটি ওয়ান স্যুটার গান ও একটি গুলিসহ তিনজন অবৈধ অস্ত্র বহনকারীকে আটক করেছে বিজিবি-৫৯। শুক্রবার রাত ২টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শিবগঞ্জ উপজেলার জমিনপুুর গ্রামের সুজন, একই এলাকার সেনারুল ইসলাম ও সেলিম।

রহনপুর-৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান আসামিসহ অস্ত্র ও গোলাবারুদ আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর রাতে কিরণগঞ্জ সীমান্তের ১৭৯ নম্বর পিলার থেকে ৫০ গজ বাংলাদেশে জমিনপুরে বেশ কয়েকজন অস্ত্র বহনকারীর তথ্য জানা যায়। এ সময় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালিত হয়। সেখানকার বেশ কয়েকজন পালিয়ে গেলেও সুজন, সেনারুল ও সেলিমকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে দুইটি ওয়ান স্যুটার গান ও একটি গুলি উদ্ধার করে বিজিবি। যার দাম প্রায় ২ লাখ টাকা।

তিনি আরো জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়- জমিনপুরের নজরুল ইসলামের ছেলে হারুন, এরফান আলীর ছেলে আবু ও বাবু, একই এলাকার তজনু মিয়ার ছেলে সেলিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতকদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শিবগঞ্জ থানায় আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্রে প্রাইভেট বিমান দুর্ঘটনায় ধনাঢ্য শিল্পপতি জেমস ওয়েলার নিহত
শেরপুরে জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ
জনবল সংকটে ধুঁকছে ফেনী জেনারেল হাসপাতাল, চিকিৎসাসেবা ব্যাহত
টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৯০ হাজার ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা