কাদেরের সঙ্গে ফোনালাপ নিয়ে মুখ খুললেন না ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৮ | প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৩
ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনালাপ বিষয়ে কোনো কথা বলতে রাজি নন মির্জা ফখরুল। সাংবাদিকদের পীড়াপীড়িতে তিনি বলেছেন, ‘এটা ওনাকে (ওবায়দুল কাদের) জিজ্ঞেস করুন। আমি এ বিষয়ে কিছু বলবো না।’

শুক্রবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন ফখরুল। এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনালাপ বিষয়ে জানতে চান তারা।

সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয় নিয়ে টেলিফোনে কথা বলেছেন বিএনপি মহাসচিব। ফোনালাপে মির্জা ফখরুল বিএনপি-প্রধানের অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাতে বলেছেন বলে জানান কাদের।

তবে ফখরুল ফোনালাপের প্রসঙ্গ এড়িয়ে মানবিক কারণে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। সরকারকে অন্য কোনো রাজনীতি না করার আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা ম্যাডামের মুক্তির দাবি জানাচ্ছি। বিভিন্নভাবে কথা বলছি। সারা দেশবাসী তার মুক্তি কামনা করছে। তার পরিবারের পক্ষ থেকে অ্যাডভান্স চিকিৎসার জন্য আবেদন করা হয়েছে। বাকি প্রশ্নগুলো সব অবান্তর। কথা একটাই দেশনেত্রীর শরীরের অবস্থা গুরুতর। তার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকেই আবেদন করা হয়েছে।’

ফখরুল বলেন, ‘সরকারের এখন এগুলো নিয়ে অন্য কোনো রাজনীতি না করে সম্পূর্ণ মানবিক কারণে তাকে মুক্তি দেয়া উচিত।’

এসময় পুনরায় ওবায়দুল কাদেরের ফোনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে চলে যান।

এর আগে খালেদা জিয়ার আইনজীবীদের সঙ্গে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেন। তারা আগামী সপ্তাহে পুনরায় জামিনের আবেদন করার সিদ্ধান্ত নেন।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়রি/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সরকার লুটেরাদের বাদ দিয়ে গণতন্ত্রকামী জনতাকে ধরছে: সালাম

শ্রমিক সমাজের এখন বেঁচে থাকাই কষ্টকর: রিজভী

শ্রমজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিতে বিএনপি সংকল্পবদ্ধ: ফখরুল 

বকশীগঞ্জে দলীয় নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে নজরুল ইসলাম

সন্ধ্যায় আ.লীগের কার্যনির্বাহী বৈঠক, আলোচনা হবে যেসব বিষয়ে

‘ভারতের কবল থেকে প্রকৃত স্বাধীকারের দাবিতে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: ঢাকা দক্ষিণের আ.লীগ নেতা রিয়াজকে ফের শোকজ

যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ

সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দমনপীড়নের খড়গ নামিয়ে এনেছে: মির্জা ফখরুল

শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আ.লীগ অঙ্গীকারবদ্ধ: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :