চিরিরবন্দরে শহীদ মিনার নির্মাণে বাধার প্রতিবাদ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৪
অ- অ+

শহীদ মিনার নির্মাণের সময় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নওখৈর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আবু সৈয়দকে লাঞ্ছিত করায় এর প্রতিবাদে মানববন্ধন হয়েছে। রবিবার দুপুর ১টায় চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি হয়।

মানববন্ধনে অংশ নেন উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় মানববন্ধনকারীরা দপ্তরি আবু সৈয়দকে মারধরকারী ব্যবস্থাপনা কমিটির সভাপতি রেজাউল ইসলাম নয়নের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত শুক্রবার নওখৈর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুজিববর্ষ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে একটি শহীদ মিনার নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় বিদ্যালয়ের সভাপতি রেজাউল ইসলাম নয়ন ও তার লোকজন সেই কাজে বাধা দেয়।

এ সময় আবু সৈয়দের সঙ্গে নয়নের কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে নয়নসহ তার সঙ্গে থাকা লোকজন আবু সৈয়দকে মারধর করে জখম করে। পরে নয়নের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় একটি অভিযোগ দেন আবু সৈয়দ।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা