আশুলিয়ায় ছুরিকাঘাতে গৃহবধূ খুন, আটক ১

সাভার প্রতিনিধি ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫২| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০২
অ- অ+
ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় শেলী সুলতানা (৪৩) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বামীর দ্বিতীয় স্ত্রীর এক মেয়েকে আটক করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ বাইপাইল চারালপাড়া এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শেলী সুলতানা দক্ষিণ বাইপাইলের ব্যবসায়ী টিপু সুলতানের স্ত্রী। তার বাবার বাড়ি টাঙ্গাইলে। নিহতের স্বামী টিপু সুলতানের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার শিমুলতলা এলাকায়। তিনি এক ছেলে ও এক মেয়ের মা।

পুলিশ জানায়, রাতে দক্ষিণ বাইপাইলের টিপু সুলতানের বাড়ি থেকে ছুরিকাঘাতে নিহত গৃহবধূ শেলীর লাশ উদ্ধার করা হয়। সেসময় তার স্বামী কুষ্টিয়ায় অবস্থান করছিলেন। আশপাশেও কাউকে পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যার কারণ বা হত্যাকারীকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীর দ্বিতীয় স্ত্রীর এক মেয়েকে থানায় আনা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/আইআই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা