মানুষের কাছে যাবো, গ্রহণ করলে নির্বাচিত হবো: মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৭| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৩
অ- অ+

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, ‘আমি মানুষের কাছে যাবো। মানুষ গ্রহণ করলে নির্বাচিত হবো। জনগণকে বলবো আপনারা ভোট দিতে আসবেন। যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’

বুধবার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি এসব কথা বলেন।

এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি বলেন, ‘ঢাকা-১০ আসনটি ব্যতিক্রম একটি আসন। কেননা, এই আসনের ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ আসনে সময় কেটেছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মনোনয়পত্র জমা দেওয়ার সময় আমার সঙ্গে পাঁচজনই ছিলেন। আইনের কোনো ব্যত্যয় করিনি। আইনের ব্যত্যয় করতেও চাই না।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিজয়ী ব্যারিস্টার ফজলে নূর তাপস ঢাকা-১০ আসন থেকে পদত্যাগ করে সিটি নির্বাচনে অংশ নিলে আসনটি শূন্য হয়। এ আসনে আওয়ামী লীগ ও বিএনপিসহ মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/জেআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হচ্ছে সোমবার
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে : মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা