দ্বিতীয় দিনশেষে শক্ত অবস্থানে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৪| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:১০
অ- অ+

টানা হারের বৃত্তে ঘুরপাক খেতে খেতে জয়ের স্বাদটাই প্রায় ভুলতে বসেছে সাদা জার্সির টাইগাররা। টানা ছয় ম্যাচে লজ্জাজনক ব্যর্থতার পর দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে মুমিনুল হকদের আশা জাগানিয়া ইনিংস কিছুটা হলেও দর্শকদের মন যোগাতে পারছে। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টটিই পারে বাংলাদেশের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে। তবে দেয়ালে পিঠ ঠেকে গিয়ে সেই ম্যাচে বেশ ভালোই করছে বাংলাদেশ।

জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৬৫ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় দিনশেষে ৩ উইকেটে ২৪০ রান তুলেছে টাইগাররা। প্রথম ইনিংসে তারা পিছিয়ে আছে ২৫ রানে।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনের সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ২২৮ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল। যেখানে বাংলাদেশের হয়ে একাই ৪ উইকেট নিয়েছিল স্পিনার নাঈম হাসান।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ম্যাচের দ্বিতীয় দিনে চাকাভা ৭ এবং টিরিপানো ০ রান নিয়ে ব্যাট করতে নামেন। আগের দিনের সাখে ১৪ রান যোগ করার পর ৮ রানে থাকা টিরিপানোকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন পেসার আবু জায়েদ রাহী। ৪ রান বাদে অ্যাইন্সলে লোভুকে একই পথে ফেরত পাঠান এই ডানহাতি পেসার।

শেষদিকে চাকাভা কিছুটা প্রতিরোধ গড়োর চেষ্টা করেন। তবে জার্ল্টন শুভার পর শেষ ব্যাটসনম্যান হিসেবে ৩০ রানে থাকা চাকাভাকে ফিরিয়ে জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ইতি টেনে দেন তাইজুল। ফলে ২৬৫ রানে গুঁটিয়ে যায় সফরকারীরা।

পরে জিম্বাবুয়ের বিপক্ষে সাইফ হাসানকে নিয়ে ব্যাটিংয়ে আসেন তামিম ইকবাল। তবে নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামা সাইফ একেবারেই সুবিধা করতে পারেননি, ফিরেছেন মাত্র ৮ রানে। এরপর শান্তকে নিয়ে দলের হাল ধরেন তামিম। দ্বিতীয় উইকেটে ৭৮ রান জড়ো করেন দু’জন।

তামিম ৪১ রানে আউট হয়ে গেলেও টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ফিফটি তুলে নেন শান্ত। তৃতীয় উেইকেটে মুমিনুল হকের সাথে ৭৬ রানের পার্টনারশিপের পর শান্ত আউট হন ৭১ রানে। এরপর মুশফিকুর রহিমকে নিয়ে দিনের বাকিটা সময় কাটিয়ে দেন টাইগার কাপ্তান মুমিনুল হক।

অর্ধশতক হাঁকানো দলীয় অধিনায়ক অপরাজিত আছেন ৭৯ রান নিয়ে। ৩২ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।

(ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা