বইমেলায় সব স্টলের নাম বাংলায় রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১১
অ- অ+

অমর একুশে গ্রন্থমেলায় অংশ নেয়া সব প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল প্যাভেলিয়নের নাম বাংলায় রাখার দাবি জানিয়েছেন কবি দিলদার হোসেন।

সোমবার বিকালে বাংলা একাডেমির গ্রন্থ উন্মোচন মঞ্চের পাশে কবি-সাহিত্যিকদের নিয়ে এক প্রতিবাদ সমাবেশে তিনি এই দাবি জানান।

কবি দিলদার হোসেন বলেন, 'আমরা বাংলাদেশকে বিনির্মাণ করছি, পাহারা দিচ্ছি, রেমিটেন্স দিচ্ছি। তাই বইমেলায় অংশ নেয়া সব প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলের নাম হতে হবে বাংলায়। আমরা প্রতিবাদের সঙ্গে আহ্বান জানাবো, একুশের বইমেলায় বাংলা থাকবে অগ্রগামী।'

তিনি বলেন, 'প্রকাশকদের পাশাপাশি বাংলা একাডেমির প্রতি, সরকারের প্রতি আহ্বান থাকবে, লেখক কবিদের প্রতি আহ্বান থাকবে, বইমেলায় অংশ নেয়া প্রকাশনীর নাম যেন বাংলায় হয়। আমরা কোনো ভাষার বিরোধী নই, আমরা কোনো ভাষাকে ছোট করে দেখছি না। আমি নিজেও অনেক ভাষার চর্চা করি। তবে অন্য ভাষার চর্চা থাকতে পারে সেটা বাংলার পরে।'

দিলদার বলেন, 'লেখকদের টাকা দিয়ে যারা বই প্রকাশ করে আমরা তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। আমি কখনো নিজের পয়সা খরচ করে বই করিনি। কিন্তু যারা ছাত্রদের পকেট থেকে টাকা নিয়ে বই প্রকাশ করে, মানুষের পকেট কেটে যারা প্রকাশক হয়েছেন তাদের প্রতি আহ্বান, এই পন্থা থেকে সরে আসুন।'

এই লেখক বলেন, 'আগামীকাল সাতটায় বাংলা একাডেমি থেকে আমাদের প্রতিবাদ শুরু হবে। আমরা প্রকাশকদের স্টলে গিয়ে তাদেরকে বলবো আপনাদের স্টলের নাম বাংলায় লিখুন। না হলে স্টলের ইংরেজি নাম সাধারণ মানুষ আলকাতরা দিয়ে ঠেকে দেবে।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ড. আবদুল হাই, লেখক ও সংগীতশিল্পী শেখ শাহেদ, কবি সুব্রত রঞ্জনসহ বেশ কিছু কবি-সাহিত্যিক।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/টিএটি/এজেড/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের প্রত্যাশিত জয়
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা