নরসিংদীতে ইয়াবা কারবারি গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে পাঁচ হাজার ইয়াবাসহ রুবেল মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে মাধবদী থানার ভগিরথপুর এলাকার আতাউর রহমানের বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুবেল কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরাতন পল্লানপাড় গ্রামের জাফর উল্লাহ ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যে ভগিরথপুর এলাকার আতাউর রহমানের বাড়ির পাশে একটি গ্যারেজে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে কয়েকজন পালিয়ে গেলেও রুবেলকে আটক করে তার নিকট থেকে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
রুবেল টেকনাফ থেকে মাধবদী এলাকায় মাদক চালানে জড়িত। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।
(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/কেএম/এলএ)

মন্তব্য করুন