আলফাডাঙ্গায় গরুসহ চোর আটক

আলফাডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৩| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৩
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় চোরাই গরুসহ শহিদুল শরীফ নামে এক চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। শুকবার ভোরে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক শহিদুল শরীফ উপজেলার পানাইল গ্রামের রোকনউদ্দিন শরীফের ছেলে।

এলাকাবাসী বলছে, গত বৃহস্পতিবার রাতে আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর এলাকার বাসিন্দা শাহজাহান শেখের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে পালানোর চেষ্টা করে শহিদুল। এসময় ওই এলাকার কয়েকজন লোক মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় গরুসহ তাকে দেখতে পেয়ে সন্দেহ তৈরি হয়। পরে এলাকাবাসী তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চুরির বিষয়টি স্বীকার করে।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক সহিদুল ইসলাম বলেন, স্থানীয় জনতা একটি চোরাই গরুসহ চোরকে আটক করে পুলিশে সংবাদ দেয়। এলাকাবাসীর সংবাদে তাকে আটক করা হয়। থানার ওসি রেজাউল করিম জানান, গরুর মালিক শাহজাহান শেখ গরু চোরের বিরুদ্ধে মামলা করেছেন।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ৩
বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্দশার হালচাল
বিয়ের ৮ দিনের মাথায় স্ত্রীর হাতে স্বামী খুন
গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন: মঈন খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা