কুষ্টিয়ায় মাসব্যাপী বাণিজ্যমেলা শুরু

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২০, ১৮:৪৯
অ- অ+

কুষ্টিয়ায় মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ মার্চ) কুষ্টিয়া হাইস্কুল মাঠে ফিতা কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি শারমিন আক্তার।

এ সময় সভাপতি শারমিন আক্তার বলেন, মেলা থেকে প্রাপ্ত অর্থ পুলিশের নারী সদস্যদের চিকিৎসা, লেখাপড়া ও মানবিক খাতে ব্যয় করা হবে।

উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, গোলাম সবুর, আজাদ রহমান, পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-সভাপতি কানিজ ফাতেমা নিলা প্রমুখ।

বাণিজ্যমেলায় প্রবেশ মূল্য ধরা হয়েছে ১০ টাকা। মেলায় দেশি-বিদেশি পণ্যের শতাধিক স্টলের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য হরেক রকম রাইড ও খাদ্য পণ্যের স্টল রয়েছে।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, ‘পুনাকের আয়োজনে এ বাণিজ্যমেলা শুরু হয়েছে। মেলায় নাগরিকরা যাতে সুস্থ বিনোদনের মধ্যে কেনাকাটাতে পারেন তার সুব্যবস্থা রয়েছে।

(ঢাকাটাইমস/১মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিজের মন্তব্যের জন্য এবার ক্ষমা চাইলেন অভিনেতা স্বাধীন খসরু
জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে বিএনপি, এনসিপিসহ ২৩ টি দল
নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে শিশুসহ নিহত ৫
আনমনা বিকেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা