বিচার বিভাগের সেবা নিয়ে মতবিনিময়

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০২০, ১৮:৪৭

নওগাঁয় মুজিব বর্ষ-২০২০ উপলক্ষে নওগাঁ বিচার বিভাগের সেবা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা জজ কোর্টের সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এ কেএম শহীদুল ইসলাম।

সভায় বক্তব্য দেন- ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, নওগাঁ জজ কোর্টের প্রধান সরকারি কৌঁসুলি আব্দুল খালেক, নওগাঁ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশফাকুর রহমান রব, সরকারি আইনজীবী (জিপি) মোস্তাফিজুর রহমান ফিরোজ প্রমুখ।

সভায় নওগাঁ জজ কোর্ট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারী এবং আইনজীবীরা অংশ নেন।

জেলা ও দায়রা জজ একেএম শহীদুল ইসলাম বলেন, গরিব ও অসহায় মানুষদের আইনি সহায়তা দিতে লিগ্যাল এইড কার্যক্রমের ফলে দেশের অন্যান্য আদালতের মতো নওগাঁতে মামলা করার হার অনেকাংশে কমেছে। বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের ফলে জেলা লিগ্যাল এইড কার্যালয়ের বিকল্প বিরোধ ব্যবস্থা সম্পর্কে মানুষ সচেতন হওয়ায় বর্তমানে মামলা এড়িয়ে আপস-মীমাংসার পথে হাঁটছেন। এটা খুবই ভালো লক্ষণ। বিকল্প বিরোধ কার্যক্রম সম্পর্কে মানুষকে সচেতন করতে সমাজের সব সচেতন মানুষকে ভূমিকা রাখা উচিত।

সভায় গত দুই বছরে নওগাঁ বিচার বিভাগের লিগ্যাল এইড কার্যক্রম, মামলাজট কমাতে জেলা ও দায়রা জজের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বিস্তারিত তথ্য ও প্রদর্শনী তুলে ধরেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজউল ইসলাম।

(ঢাকাটাইমস/৫মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :