বউ-শাশুড়িকে ‘এসিড নিক্ষেপে’ আটক ১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বউ-শাশুড়িকে এসিড নিক্ষেপের অভিযোগে খোকন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের বেহেত্তরী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের বেহেত্তরী গ্রামের মৃত আমীর উদ্দিনের স্ত্রী সেলিনা বেগম ও তার ছেলে এমদাদুল হকের স্ত্রী লিজা বাড়ির রান্নাঘরে রান্না করছিলেন। এসময় খোকন রান্নাঘরে দৌড়ে এসে তাদের শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে আহত সেলিনা বেগম ও তার পুত্রবধূ লিজা বেগমের চিৎকারে আশপাশের স্থানীয়রা তাদের উদ্ধার করে। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জালাল উদ্দিন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য খোকন মিয়াকে আটক করেছে।
(ঢাকাটাইমস/৯মার্চ/পিএল/এলএ)

মন্তব্য করুন