বগুড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২০, ১৪:২১
অ- অ+

‘দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ স্লোগান সামনে রেখে বগুড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার সকাল নয়টায় এই কর্মসূচি পালিত হয়।

বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে সভায় আরও ছিলেন- বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাহার আলী মণ্ডল প্রমুখ।

র‌্যালিতে অংশ নেয়- বগুড়া কালেক্টরেট উচ্চ বিদ্যালয়, বগুড়া জিলা স্কুল, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টিএমএসএস উচ্চ বিদ্যালয়, রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্র্যাক এর জেলা প্রতিনিধি, গ্রাম বিকাশ সংস্থা (জিবিএস), লাইট হাউস এবং স্কাউট বগুড়া।

ঢাকাটাইমস/১০মার্চ/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা