সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২০, ২২:০২
অ- অ+

বাবার পাঁচ লাখ টাকা দেনা পরিশোধ ও নিজের এক বুক স্বপ্ন পূরণের আশায় চলতি বছরের গত ২৯ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদে পাড়ি জমান নোয়াখালীর রাকিব হোসেন (২৮)। বিদেশ যাওয়ার কিছুদিন আগ পর্যন্ত নোয়াখালী সুপার মার্কেটের তৃতীয় তলার একটি কাপড়ের দোকানে চাকরি করতেন রাকিব। আট ভাই-বোনের মধ্যে রাকিব ছিল তৃতীয়। অনেক আগ থেকে পড়া লেখা বন্ধ থাকায় নিজের স্বপ্ন পূরণ করতে প্রবাস জীবন বেছে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি রাকিবের। এক সড়ক দুর্ঘটনায় নিভে গেছে এ যুবকের প্রাণ।

রবিবার বিকালে সৌদি প্রবাসী রাকিবের ভগ্নিপতি আব্দুর রহমান সড়ক দুর্ঘটনায় রাকিবের মৃত্যুর বিষয়টি তার বড় ভাই আতিকুল ইসলাম রুমনকে জানালে বাড়িতে নেমে আসে মাতম।

নিহত রাকিব হোসেন নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকার বাদশা মিয়ার বাড়ির মো. বাদশা মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই আতিকুল ইসলাম রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ ছেড়ে যায় রাকিব। সেখানে আমার ভগ্নিপতি আব্দুর রহমানের মাধ্যমে একটি খাবার দোকানে হোম ডেলিভারির কাজ করত রাকিব। বাংলাদেশ সময় শনিবার রাত ৯টার দিকে কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিল। পথে মোটরসাইকেলটি অকেজো হয়ে গেলে তা মেরামতের জন্য পাশ্ববর্তী একটি গ্যারেজে নিয়ে যায়। মেরামত শেষে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে প্রথমে একটি গাড়ি তাকে চাপা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায় রাকিব। এর পেছন থেকে আরেকটি দ্রুত গতির গাড়ি রাকিবকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রাকিবের বন্ধু আব্দুল কাইয়ুম শিমুল কান্না জড়িত কন্ঠে বলেন, বিদেশ যাওয়ার পর থেকে প্রতিদিন রাকিবের সাথে তার সব বন্ধুর মোবাইলে কথা হতো। সে খুব মিশুক একটি ছেলে ছিল। সৌদিতে তাকে যে কাজটি দেওয়া হয়েছে, তা রাকিবের থেকে ভালো লাগত না বলে প্রায় বলত রাকিব।

নিহত রাকিবের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকার চাইলে আমি চলে যাব, নিজে থেকে পদত্যাগ করব না: শিক্ষা উপদেষ্টা
দগ্ধ ৪৪ জনের চিকিৎসা চলছে, ৮ জনের অবস্থা আশঙ্কাজনক: বার্ন ইনস্টিটিউট পরিচালক
সাংবাদিকদের জন্য ইসির নতুন নীতিমালা: ভোটকক্ষে সরাসরি সম্প্রচার নিষেধ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ৩৯১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা