বিয়ের গুঞ্জনে চটেছেন আনুশকা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২০, ১১:৫২| আপডেট : ১৬ মার্চ ২০২০, ১১:৫৭
অ- অ+

বলিউড ছবি ‘জাজমেন্টাল হ্যায় ক্যা’-এর পরিচালক প্রকাশ কোভালামুদির সঙ্গে সম্পর্কে রয়েছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা আনুশকা শেঠি। বেশ কিছুদিন ধরে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। চলতি বছরেই এই পরিচালকের সঙ্গে আনুশকা সংসার পাতবেন বলেও গুঞ্জন রয়েছে।

কিন্তু এই গুঞ্জন কানে যেতেই ক্ষেপেছেন আনুশকা। তিনি বলেন, ‘এসব খবর একেবারেই সত্যি নয়। ব্যক্তিগত বিষয় নিয়ে যদি কখনো কোনো খবর সামনে আসে, তাহলে তার সত্যতা যাচাই করা উচিত। বিয়ে করলে সবাই জানতে পারবেন। এটা নিয়ে লুকোচুরির কোনো বিষয় নেই। কারো সঙ্গে সম্পর্কে জড়ালে তাও জানতে পারবেন।’

এর আগে ‘বাহুবলি’ ছবিতে একসঙ্গে কাজ করা নায়ক প্রভাসের সঙ্গে আনুশকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। সেই গুঞ্জনের ইতি টানেন তারা দুজনেই। সাফ জানিয়ে দেন, তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব। এর বাইরে আর কোনো বিশেষ সম্পর্ক নেই। এবারের গুঞ্জন কতদূর যায় সেটাই দেখার।

ঢাকাটাইমস/১৬মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা