করোনা সন্দেহে বিদেশফেরত যুবক পরিবারসহ অবরুদ্ধ

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২০, ২০:১০| আপডেট : ১৭ মার্চ ২০২০, ২২:১৮
অ- অ+

বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ইতালিফেরত এক যুবককে পরিবারসহ অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী। রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় সেখান থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ তুলে তাকে ঘিরে মঙ্গলবার সকাল থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এলাকার কাউন্সিলর পরিমল কুমার জানান, ইতালি থেকে ওই ব্যক্তি দেশে আসার পর তাকে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখা হয়। পরে সেখান থেকে তিনি পালিয়ে আসেন বলে অভিযোগ ওঠে। খবরটি পেয়ে মঙ্গলবার সকালে এলাকার লোকজন তার বাড়ির সামনে ভিড় জমান এবং এলাকা ছাড়তে বলেন।

কাউন্সিলর বলেন, ‘বাইরে থেকে মাসুদ ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তাদের জানিয়েছি, আপনারা কেউ ১৪ দিন ঘর থেকে বের হবেন না এবং এলাকাবাসীকে এ বিষয়ে নীরব থাকতে বলেছি। ওই পরিবারের কিছু প্রয়োজন হলে ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।’

ওই ব্যক্তির বাবা বলেন, ‘আমার ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। আমাদের অবরুদ্ধ করে নির্যাতন করা হচ্ছে। বিষয়টি সিভিল সার্জন অফিসে জানিয়েছি।’

বগুড়ার সিভিল সার্জন গউসুল আযম বলেন, ‘আমাদের মেডিকেল টিম পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ঢাকাটাইমস/১৭মার্চ/কেএম/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ
আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কর্মসূচির প্রশংসা বিশ্বব্যাংকের
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা