গ্রিসফেরত যুবকের বিয়ে পণ্ড, কমিউনিটি সেন্টারকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ মার্চ ২০২০, ১৯:৩৫

কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করে মৌলভীবাজারের পৌর কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় সেন্টারটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। একইসঙ্গে ভাইরাস সংক্রমণ হতে পারে যেনেও বিয়ের আয়োজন করায় কনের অভিভাবককে এবং কমিউনিটি সেন্টারকে জরিমানা করা হয়েছে। বরকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।

সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের এক যুবক গ্রিস থেকে দেশে ফেরেন গত ৮ মার্চ। এরই মধ্যে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন না মেনে ১৯ মার্চ ১১তম দিনে বরযাত্রীসহ বিয়ে করতে যান শহরের পৌর কমিউনিটি সেন্টারে। খবর পেয়ে সেখানে হাজির হয় প্রশাসন এবং বিয়ে বন্ধ করে দেয়। একইসঙ্গে মেয়ে পক্ষকে ৫০ হাজার এবং কমিউনিটি সেন্টারের ম্যনেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে বরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিন বলেন, কমিউনিটি সেন্টারের ম্যানেজারকে সতর্ক করে দেয়া হয়েছে যেন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এমন আয়োজন বন্ধ রাখা হয়।

(ঢাকাটাইমস/১৯মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :