পরীমনির বিয়ের দেনমোহর তিন টাকা!

গত বছর বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান ভাঙার পর চলতি মাসের ১০ তারিখ নাগরিক নাট্য সম্প্রদায়ের নির্দেশক ও সদস্য কামরুজ্জামান রনিকে বিয়ে করেছেন বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার তারা এই বিয়ের খবর প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিয়ের কয়েকটি ছবিও।
অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন রনি। সেখানে প্রধান চরিত্রে রয়েছেন পরীমনি। নায়িকা জানান, একসঙ্গে কাজ করতে গিয়ে রনির সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। গত ১০ মার্চ রনি তাকে বিয়ের প্রস্তাব দেন। সেই প্রস্তাবে সাড়া দিয়ে ওইদিন রাতেই তিনি রনিকে বিয়ে করেন।
তাদের বিয়ে সম্পর্কে ঢাকাই চলচ্চিত্রের এই গ্ল্যামার-কন্যা আরও একটি চমকপ্রদ ও ব্যতিক্রমী তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, কাবিননামায় তার এবং রনির বিয়ের দেনমোহর ধরা হয়েছে নাকি মাত্র তিন টাকা! পরীমনি বলেন, ‘অনেকেই হয়তো শুনলে হাসবেন যে, আমরা বিয়ে করেছি মাত্র তিন টাকায়।’
নায়িকার কথায়, ‘মানুষ যখন কাউকে ‘আই লাভ ইউ’ বলে, এটা কিন্তু তাকে ছাড়ার জন্য নিশ্চয়ই বলা হয় না। কিন্তু এখন বিয়ের শুরুতেই জিজ্ঞেস করা হয়, দেনমোহর কত হবে? ছাড়াছাড়ি হয়ে গেলে এগুলো আবার দিতে হবে। এগুলো কিন্তু একটা মানসিক চাপ হিসেবে মাথায় ঢুকে যায়।’
পরীমনি মনে করেন, ‘ছাড়াছাডি নিয়ে চিন্তার চেয়ে আমার কাছে বন্ধনটা খুব বেশি জরুরি। জীবনের অনেক কিছু হিসাব-নিকাশ করে হয়। কিন্তু বিয়ের মতো বড় বিষয়ে হিসাব-নিকাশ চলে না।’
ঢাকাটাইমস/২০মার্চ/এএইচ

মন্তব্য করুন