বোয়ালমারীতে সাত ব্যবসায়ীর জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০২০, ২১:২৪

প্রাণঘাতি করোনাভাইরাস আতঙ্ককে পুঁজি করে নিত্য প্রয়োজনীয় পণ্য বাড়তি দামে বিক্রি করায় ফরিদপুরের বোয়ালমারীর দুটি বাজারে সাত ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার উপজেলা সদরে ও ময়েনদিয়া বাজারে ভোক্তা অধিকার আইনে বাড়তি দাম রাখায় সাত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

যৌথভাবে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর।

উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, বাজার অস্থিতিশীল করায় বোয়ালমারীর চাল ব্যবসায়ী বিকাশ এগ্রো ফুড লি.কে ৫ হাজার, রমেশ সাধু অ্যান্ড সন্সকে ৩ হাজার ও দুই খুচরা ব্যবসায়ীকে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক সোহেল শেখ একই উপজেলার ময়েনদিয়া বাজারের পোদ্দার ট্রেডার্সকে ৫ হাজার, লক্ষ্মীনারায়ণ বাণিজ্য ভাণ্ডারকে ৩ হাজার ও ত্রিনাথ বাণিজ্য ভাণ্ডারকে ২ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, বাজারে পর্যাপ্ত মজুদ রয়েছে। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার তদারকি করা হবে।

(ঢাকাটাইমস/২১মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :