জামিন ও জরুরি বিষয় ছাড়া বন্ধ থাকবে আদালতের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২০, ১৮:১৬| আপডেট : ২২ মার্চ ২০২০, ১৮:২৯
অ- অ+

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্যান্য জরুরি বিষয় ছাড়া যৌক্তিক সময়ের জন্য অধস্তন আদালতসমূহ মুলতবি রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

রবিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনা ভাইরাসজনিত (কোভিড-১৯) উদ্ভুত পরিস্থিতিতে দেশের অধস্তন আদালতসমূহে অধিকসংখ্যক জনসমাগম পরিহার করা প্রয়োজন। এ উদ্দেশ্য দেশের অধস্তন আদালতসমূহে জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্যান্য জরুরি বিষয় ব্যতিত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবিকরণ আবশ্যক। এ অবস্থায় দেশের অধস্তন আদালতসমূহে জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্যান্য জরুরি বিষয় ব্যতিত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবির জন্য নির্দেশ প্রদান করা হলো।’

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে জারিকৃত এ বিজ্ঞপ্তি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

ঢাকা টাইমস/২২মার্চ/এআইএম/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু 
ভোটার হতে আবেদন করেছেন ৪৭৭১৩ প্রবাসী: এনআইডি ডিজি
মিটফোর্ড হত্যা: আসামিপক্ষে দাঁড়াবে না জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রেখেছি: রাকিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা