করোনায় আক্রান্ত সোনাজয়ী সাঁতারু

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২০, ১৯:০০
অ- অ+

করোনা ভাইরাসের প্রকোপ বিশ্বজুড়ে। করোনা সংক্রমণের ব্যাপক প্রভাব পড়েছে ইউরোপে। মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন একাধিক ফুটবলার থেকে কোচ, এমনকি সাপোর্ট স্টাফরাও। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন ২০১২ লন্ডন অলিম্পিকে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক সোনাজয়ী দক্ষিণ আফ্রিকার সাঁতারু ক্যামেরণ ফানডারবার্গ। ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার ভয়াবহ অভিজ্ঞতা ব্যক্ত করলেন তিনি।

২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর অবসর নেন অলিম্পিকে সোনাজয়ী এই সাঁতারু। ৩১ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকার সাঁতারু বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত। ১৪ দিন ধরে কোয়ারেন্টাইন থাকলেও এখন বেশ দুর্বল তিনি। করোনা- তাঁর দেখা ‘মারাত্মক ক্ষতিকর’ ভাইরাস বলে দাবি করছেন তিনি।

ক্যামেরুন নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘১৪ দিন ধরে কোভিড-১৯ এ আক্রান্ত। আমার বয়স কম, আমার ফুসফুস এবং হৃদযন্ত্র অনেক মজবুত(ধূমপান করি না) তারপরেও এই ভাইরাস আমার দেখা সবচেয়ে মারাত্মক ভাইরাস।’

তিনি আরও লেখেন, ‘এই ভাইরাসে আক্রান্ত হলে শরীরের ওপর ব্যাপক প্রভাব পড়ে। যদি কোনও অ্যাথলিট এই ভাইরাসে আক্রান্ত হন তাহলে তার শারীরিক ক্ষমতা হ্রাস পায়। এমনকি এতদিন ধরে পরিশ্রম করে তিনি যে শারীরিক সক্ষমতা গড়ে তুলেছিলেন, সেটাও নষ্ট হতে বেশি সময় লাগে না।’

(ঢাকাটাইমস/২৩ মার্চ/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হচ্ছে সোমবার
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে : মির্জা ফখরুল 
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা