হতদরিদ্রদের পাশে সাংসদ ইসরাফিল আলম

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ২০:০৪

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে যাওয়া দরিদ্র কর্মজীবী ও অসহায় মানুষের মাঝে সরকারিভাবে নওগাঁর রানীনগর উপজেলার দুই ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দ খাদ্যসামগ্রী বিতরণ করেন নওগাঁর আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম।

সোমবার প্রথম পর্যায়ে সদর উপজেলা ইউনিয়ন ও কাশিমপুর ইউনিয়নের ২৫০ জন পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম তেল, লবণ ৫০০ গ্রাম ও ১টি করে সাবান বিতরণ করা হয়।

এসময় ইসরাফিল আলম এমপি বলেন, আমার নির্বাচনি এলাকায় কোন মানুষ না খেয়ে থাকবে না। কারো ঘরে খাদ্য ফুরিয়ে গেলে আমার সাথে অথবা উপজেলা নির্বাহী, উপজেলা ও ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ পৌঁছে দেয়া হবে। তবে করোনায় কাউতে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধি ও ঘর থেকে বের না হওয়ার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, নির্বাহী অফিসার আল মামুন, সদর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :