আলফাডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় আহত জাহাজ শ্রমিকের মৃত্যু

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ২০:৩৫
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত জাকারিয়া (২২) নামে এক জাহাজ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাকারিয়া উপজেলার টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া গ্রামের হারুন ফকিরের ছেলে।

গত শনিবার দুপুরে চাপুলিয়া গ্রামে অধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে কালু ফকির গ্রুপ ও সেকেন্দার গ্রুপের লোকজনে মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে জাকারিয়াসহ ছয়জন আহত হন। আহতদের প্রথমে আলফাডাঙ্গা হাসাপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গুরুত্বর আহত জাকারিয়া ফকির, ইলিয়াছ ফকির ও আহাদ শরীফকে ফরিদপুর মেডিকেল কলেজে হাসাপালে পাঠানো হয়। জাকারিয়া ফকিরের অবস্থা আরো খারাপ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/৩০মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ায় শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা