শুক্রবার থেকে দক্ষিণের ওয়ার্ডে ওয়ার্ডে খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ২০:৩৭

ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলরদের মাধ্যমে হতদরিদ্র দিনমজুর, কর্মহীন রিকশা ও ভ্যানচালক এবং অসহায় মানুষদের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শুক্রবার থেকে দক্ষিণের ১০ টি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হচ্ছে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডে একই কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন নগর ভবনে করপোরেশনের ১০ টি ওয়ার্ডের কাউন্সিলদের হাতে হতদরিদ্র এসব দিনমজুরদের মধ্যে বিতরনের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেন। ওয়ার্ডগুলো হলো, ৮, ৯, ১০, ১২, ১৩, ২২, ২৩, ২৪, ২৫ এবং ২৬ ।

প্রতিজন কাউন্সিলর তাদের ওয়ার্ডের জন্য পাঁচশোটি পরিবারের জন্য খাদ্য সামগ্রী পাচ্ছে।

এ বিষয়ে মেয়র সাঈদ খোকন বলেন, ‘পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হবে।‘

দক্ষিণের ৭৫টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে ৩৭ হাজার ৫০০ পরিবারকে এবং ২৫টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে ২ হাজার ৫০০ জন সহ মোট ৪ হাজার পরিবারকে এই খাদ্য সামগ্রী দেয়া হবে।

এর আগে বংশাল চৌরাস্তা এলাকায় প্রায় এক হাজার রিকশাচালক ও ভ্যানচালকদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন মেয়র সাঈদ খোকন।

এসময় নাগরিকদের ঘরে থাকতে এবং প্রয়োজনে বাইরে আসলে সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাচলের আহ্বান জানান। বলেন, ‘আপনাদের নির্বাচিত মেয়র আপনাদের পাশে আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা তাঁর সৈনিক হিসেবে আপনাদের পাশে আছি। আপনারা ঘরে থাকুন। আমরা আপনাদের জন্য খাবার পৌঁছে দিব। পর্যাপ্ত খাবার রয়েছে । আপনাদের একটু অসতর্কতা আপনার নিজের ও প্রিয়জনের ক্ষতির কারন হতে পারে।‘

এসময় অন্যদের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

ঢাকাটাইমস/০২এপ্রিল/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

আউটসোর্সিং নিয়োগের কারণে বিপাকে কৃষিবিদরা

দক্ষিণখানে মার্কেটের নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

সবুজবাগে ট্রাক থামাতে চালককে গুলি: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৬ সন্ত্রাসী

পুরান ঢাকার যে দোকানে সবচেয়ে কম দামে গরুর মাংস

লেকে বর্জ্য ফেললে কলাগাছ থেরাপি দেবো: মেয়র আতিক

মিরপুরে ছুরিকাঘাতে যুবক খুন, বন্ধু আহত

দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু: তথ্য প্রতিমন্ত্রী

অর্থের বিনিময়ে চাকরি স্থায়ীকরণের অভিযোগ, নিজ কার্যালয়ে অবরুদ্ধ বিএসএমএমইউ উপাচার্য

টাকা না পেয়ে রোগীর স্বজনদের মারধর করলেন আনসার সদস্যরা!

ঢাকার লেকগুলো করপোরেশনকে বুঝিয়ে দিতে রাজউকের প্রতি আহ্বান মেয়র আতিকের

এই বিভাগের সব খবর

শিরোনাম :