রূপগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত, ওয়ার্ড লকডাউন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ২১:২১
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫৫ বছরের এক নারী করোনাভাইরাস (কোভিট-১৯)-এর রোগী শনাক্ত করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আলম মামুন বিষয়টি নিশ্চিত করেন। জনগণের আতঙ্ক দূর করতে গোলাকান্দাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডটি পুরো লকডাউন করে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদ আলম মামুন জানান, গত ১ এপ্রিল ওই নারীর শ্বাসকষ্ট শুরু হলে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজে ওই নারী নমুনা পরীক্ষা করা হয়। সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারী করোনায় আক্রান্ত বলে জানান। ওই নারী বর্তমানে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ১ ওয়ার্ডে এক নারী করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা যায়। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও প্রশাসন ওই নারীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। জনগণের আতঙ্ক দূর করতে গোলাকান্দাইল ১ নং ওয়ার্ডটি পুরো লকডাউন করে দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা