গানে গানে করোনা মোকাবেলার আহ্বান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ২০:০৩
অ- অ+

গানে গানে কোভিড-১৯ মোকাবিলায় সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের জনপ্রিয় শিল্পী এবং ব্যবসায়িক ও সামাজিক নেতৃবৃন্দ। এই গানে কন্ঠ দিয়েছেন প্রায় ৭০ জনেরও বেশি শিল্পী ও সামাজিক ব্যক্তিত্ব। গানটি শিগগিরই ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ হতে যাচ্ছে।

দেশের জনপ্রিয় সংগীত শিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, এলিটা করিম, অভিনয় শিল্পী শমী কায়সার, নোবেল সহ আরও অনেকে গানটিতে কন্ঠ দিয়েছেন।

কোভিড-১৯ মোকাবিলায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার লক্ষ্যে গৃহীত হয়েছে একটি সামাজিক উদ্যোগ, যা করোনা সংকট চলাকালীন ও সংকট পরবর্তী সময়ে মানুষের পাশে দাঁড়াবে আর্থিক, শারীরিক ও সামাজিক সহ প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে। করোনা সংকট মোকাবিলায় অনুদান দিতে আগ্রহীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে তা সমাজের অসহায় ও ভুক্তভোগীদের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এই গানের মাধ্যমে দেশের চলমান সংকট মোকাবিলায় এগিয়ে আসতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। গানটির গীতিকার ও সুরকার আসিফ ইকবাল। গানটির সংগীত পরিচালনা করেছেন অদিত, প্রযোজনা করেছেন সংগীত শিল্পী মাহাদী ফয়সাল এবং সার্বিক সহযোগিতায় আছেন রিসালাত সিদ্দীক, দিদারুল আলম সানি ও মাহজাবীন ফেরদৌস। এই গানটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা