ভারতের মাটিতে সিরিজ জিততে চান স্মিথ

ভারতের মাটিতে এসে টেস্ট সিরিজ জেতা খুবই কঠিন ব্যাপার বলে মনে করেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। আর তাই ভারতে এসে পাঁচ দিনের ফরম্যাট জিততে চান তিনি। নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধির সঙ্গে কথোপকথনে এই ইচ্ছার কথা জানিয়েছেন স্মিথ।
অতীতে ভারত ঘরের মাঠে স্টিভ ওয়াহর অপরাজিত দলকে হারিয়ে দিয়েছিল। যে দলকে বিশ্বের অন্য প্রান্তে ভয়ঙ্কর দেখায়, সেই দল ভারতে এসে হয়ে যায় নির্বিষ
স্মিথ বলেছেন, আমার মনে হয় অস্ট্রেলিয়ান হিসেবে আমাদের কাছে অ্যাশেজ অনেক বড় ব্যাপার। বিশ্বকাপও অনেক বড় ব্যাপার। কিন্তু ভারত এখন বিশ্বের এক নম্বর দল। ভারতে টেস্ট ক্রিকেট খেলা খুবই কঠিন ব্যাপার।
এ রকম কঠিন জায়গায় টেস্ট ম্যাচ জেতার অনুভূতিই অন্য রকমের। সেই কারণে স্মিথ ভারতে এসে টেস্ট জিততে চান। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান আলাদা করে প্রশংসা করেছেন রবীন্দ্র জাদেজার।
স্মিথ বলেন, এই উপমহাদেশের পিচে জাদেজাকে খেলা খুব কঠিন। গুড লেন্থ স্পটে বল ফেলতে পারে। কোনো বল স্কিড করে আবার কোনো বল স্পিন করে। ধারাবাহিকভাবে একই লেন্থে বল করে যাওয়া এবং হঠাৎ করে বৈচিত্র আনার জন্যই জাদেজাকে সামলানো খুবই কঠিন।
(ঢাকাটাইমস/০৯ এপ্রিল/এআইএ)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

তাসকিনকে টি-টেন খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি

সৌদির ৬২ কোটি টাকার অফারে রাজি নন রোনালদো

প্রথমবারের মতো বাংলাদেশ গেমসে মেয়েদের ক্রিকেট

রুটের হাফ-সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে ইংলিশরা

ফেরার সম্ভাবনা সাইফউদ্দিনের, অনিশ্চিত শরিফুল-মেহেদি

হোমভেন্যুতে বসুন্ধরা কিংসের প্রথম জয়

মৃত্যুর তিনমাস আগে ম্যারাডোনার সই নকল

নিজেকে বিএমডব্লিউ গাড়ি উপহার দিলেন সিরাজ

চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দল
