চিল্লা থেকে ফেরা তাবলিগ সদস্য করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ১০:৫৭
অ- অ+

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চিল্লা থেকে ফেরা তাবলিগ জামাতের এক সদস্য নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ছোট তাশুল্লা গ্রামে। এর আগেও এই উপজেলায় আরও একজন করোনায় আক্রান্ত হয়েছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হরগোবিন্দ সরকার অনুপ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত একটার দিকে তাশুল্লা গ্রামের এই বাসিন্দার আক্রান্ত হওয়ার খবর পান তারা। তিনি বলেন, তাবলিগ জামাতের এই সদস্য সম্প্রতি চিল্লা থেকে ফিরেছেন। উপসর্গ দেখা দিলে বুধবার ওই এলাকার তিনজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠান তারা। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

তাকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকার উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

চিকিৎসক অনুপ বলেন, আক্রান্তের পরিবারের সঙ্গে কথা বলে এলাকাটি পর্যবেক্ষণ করা হবে। তার পরিবারসহ আশপাশের কয়েকটি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখার দরকার হতে পারে। এছাড়া এলাকাটি অবরুদ্ধ করা হবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকাটাইমস/১০এপ্রিল/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা