ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ১৯:৩৯
অ- অ+

প্রাণঘাতী করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতির কারণে মূল্য সংযোজন কর রিটার্ন দাখিলের সময়সীমা জরিমানা ছাড়াই বাড়ানোর আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিম জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে এই আহ্বান জানান।

এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে মূল্য সংযোজন কর রিটার্ন দাখিল করা অনেক করদাতার পক্ষে আগামী ১৫ এপ্রিলের মধ্যে দেয়া সম্ভব হয় না। এমন অবস্থায় জরিমানা ব্যতিরেকে সময় বাড়ানোর জন্য সুপারিশ করছি।

এদিকে করোনা সরকারের সাধারণ ছুটির মধ্যেও সীমিত আকারে ভ্যাট সার্কেল অফিসগুলো ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুক্রবার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু'মেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাট আইন অনুযায়ী প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। সে লক্ষ্যেএনবিআর শুধু ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে সরকারি সাধারণ ছুটির সময়ে সীমিত আকারে ভ্যাট সার্কেল অফিসসমূহ ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/জেআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা