সৌদিফেরত ৩৬৬ জনকে রাখা হবে কোয়ারেন্টাইনে

বৈশ্বিক করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিত সৌদি আরব থেকে ৩৬৬ বাংলাদেশির আজ বিকালে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তাদের ফিরতে রাত হচ্ছে। আর রাতে ফেরা এসব বাংলাদেশিকে সরকারি ব্যবস্থাপনায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
মূলত ওমরাহ করতে গিয়ে আটকা পড়া ১৩২ জনের সঙ্গে সৌদিতে ডিপোর্টেশন সেন্টারে থাকা ২৩৪ জন বাংলাদেশিকর্মী দেশে ফিরছেন।
সিভিল অ্যাভিয়েশনের এক কর্মকর্তা ঢাকা টাইমসকে জানান, সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বুধবার বিকাল ৪টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। কিন্তু পরবর্তী সময়ে আমরা জানতে পারলাম তারা ফিরতে রাত ৯টা বাজবে।
সৌদি থেকে ৩৬৬ বাংলাদেশি রাত ৯টায় ফেরার তথ্য সিভিল অ্যাভিয়েশনের এই কর্মকর্তা ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন মুঠোফোনে ঢাকা টাইসকে নিশ্চিত করেছেন।
সৌদি থেকে ফেরা এসব বাংলাদেশি সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইনে রাখা হবে কি না জানতে চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রী ঢাকা টাইমসকে বলেন, ‘যিনি আসবেন ওনাকে আমাদের ইনস্টলেশন (পৃথকীকরণ) কোয়ারেন্টাইনে রাখা হবে। ওনাদের অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। সেখানে আর্মর্ড ফোর্স তাদের দেখাশোনা করবেন।’
জানা যায়, এই ৩৬৬ জন যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট গত ৯ এপ্রিলই ঢাকায় আসার কথা ছিল। কিন্তু করোনার বিস্তাররোধে দেশটিতে লকডাউন ও কারফিউ জারি থাকায় তা সম্ভব হয়নি।
(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এনআই/জেবি)

মন্তব্য করুন