কুষ্টিয়ায় আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২০, ২৩:২৩
অ- অ+

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার ১০ দিন পরে শিল্পী খাতুন (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। জ্বর ও ঠাণ্ডা থাকায় গত ৫ এপ্রিল হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তাকে শহরের কোর্ট স্টেশন চত্বরের রাস্তা থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

মৃত নারীর নাম ছাড়া পরিবারের পরিচয় জানাতে পারিনি হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, গত ৫ এপ্রিল জ্বর, ঠাণ্ডা নিয়ে ওই নারীকে রাস্তা থেকে হাসপাতালে নিয়ে আসে স্বাস্থ্যকর্মী টিমের সদস্যরা। অসুস্থ ওই নারীকে আইসোলেশনে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। ওই সময় মধ্যে করোনা জীবাণু পাওয়া যায়নি। আবারও তার নমুনা সংগ্রহ করে পাঠানো হবে বলে জানান আরএমও।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ
আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কর্মসূচির প্রশংসা বিশ্বব্যাংকের
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা