খুদে তৈমুর যখন চিত্রশিল্পী

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২০, ১৯:৩৯| আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২০:১২
অ- অ+

কারিনা কাপুর খান ও সাইফ আলী খানের তনয় তৈমুর এই লকডাউনে শিল্পকলায় মত্ত! ঘরের দেওয়াল জুড়ে মনের মাধুরী মিশিয়ে এঁকে চলেছেন ছোট্ট মনের বিশাল ভাবনাগুলো। আর সেই শিল্পকর্ম আঁকার ছবি মা কারিনা কাপুর সোশ্যাল মিডিয়া পোস্ট করে এখন রীতিমত ভাইরাল ছোট নবাব ।

করোনা দিনে বাড়িতে বন্দি অবস্থাতেই মনের সুখে ছবি আঁকছে তৈমুর আলি খান। দেওয়ালে কচি হাতের রঙিন ছাপ দেখে খুবই খুশি করিনা কাপুর! না করছে জ্বালাতন না করছে কোনো বায়না। আপন মনে রঙ নিয়ে খেলছে আদরের নবাব।

করোনা ভাইরাস মহামারি এড়াতে দেশে লকডাউন চলছে। তাই বাড়িতে বন্দি অবস্থাতেই মনের সুখে ছবি আঁকছে তৈমুর আলি খান! সেই ছবি সোশ্যালে আসতেই ভাইরাল। ছেলের কীর্তিতে খুব মজা পাচ্ছেন করিনা কাপুর, সইফ আলি খান।

ছেলের এই শিল্পকর্মের ছবি সোশ্যালে পোস্ট করে করিনার ক্যাপশন দিয়েছেন, "যে দেওয়াল আপনার শিল্পকর্মে ব্যাঘাত ঘটাবে তার গায়ে এভাবেই রং ছড়িয়ে দিন।"

শুধু ছেলের ছবি নয়, সোশ্যালে একই সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন বেবো। লিখেছেন, "তৈমুরের কম্মো দেখে ভাবছিলাম, এসব হচ্ছেটা কী! তারপর মনে হলো, খুবই সুন্দর! মন্দ কী। " ছবিতে লাইক, ভিউয়ার্স, মন্তব্য অসংখ্য।

অভিনেত্রী আরও একটি ছবি শেয়ার করেছেন এর আগে। সেখানে দেখা গেছে, বাবার কোলে বসে তৈমুর টবে ফুলের গাছ লাগাচ্ছে। ছবিটি শেয়ার করে করিনা লিখেছিলেন, "সাইফ যখন গাছের ফুলটি এসে আমায় দেয়, তখন খুশিতে ভরে গেছিল মন। মনে হয়েছিল, লকডাউনে কাছের মানুষ তো এমনই উপহার দেয়!"

বলিউডের এক সময়ের হার্টথ্রব নায়ক চকলেট বয় সাইফ আলী খান ও ফ্যাশন আইকন নায়িকা কারিনা কাপুরের একমাত্র ছেলে তৈমুর আলী খানকে নিয়ে তাদের এখন সুখের সংসার। তবে সাইফ আলী খানের আগের ঘরের সন্তানদেরও কারিনা কাপুর খুবই ভালোবাসেন। অভিনয়ের বিষয়ে নানা মরামর্শও দেন কারিনা কাপুর।

ঢাকাটাইমস/১৯এপ্রিল/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে (অব.) গ্রেপ্তার করা হয়েছে
নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক-লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক
বিমান দুর্ঘটনার ধাক্কা সামলে মাইলস্টোনে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই
সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা